Jangipur Hospital জঙ্গিপুর হাসপাতালে ব্যাপক ক্ষোভ । প্রসূতির একি অবস্থা !

Published By: Imagine Desk | Published On:

Jangipur Hospital  প্রসূতির মৃত্যুতে চিকিৎসার গাফিলতার অভিযোগে উত্তেজনা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে Jangipur Superspecialty Hospital । হাসপাতালে বিক্ষোভ দেখান   মৃতের পরিবার পরিজনদের। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । জানা যায় মঙ্গলবার বিকেলে রঘুনাথগঞ্জ থানার Raghunathpur PS কাশিয়াডাঙার দিঘিরপাহাড়ের বাসিন্দা শিলা খাতুন প্রসব যন্ত্রনা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন।

Jangipur Hospital   গভীর রাতে  অস্ত্রোপচারের পর শিশুর জন্ম হয়। পরিবারের দাবি, সেলাই ফেটে রক্তক্ষরণ হচ্ছিল। ফের প্রসুতিকে নিয়ে যাওয়া হয় অপারেশন টেবিলে।  তার জেরেই মৃত্যু হয়।   এখানেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলছে পরিবার।
বুধবার সকালে মৃতের পরিবার পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। এতেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।