এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur Hospital এত্তা জঞ্জাল ! জঙ্গিপুরে হাসপাতাল সাফাইয়ে এসপি থেকে সাংসদ, বিধায়ক

Published on: November 16, 2025
Jangipur Hospital Cleaning

Jangipur Hospital হাসপাতালের জঞ্জালে নাজেহাল হচ্ছিলেন রোগী থেকে রোগী আত্মীয়রা। সেই জঞ্জাল সফাইয়ে জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালে সাফাই অভিযানে শামিল হলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ Shri Amit Kumar Shaw, IPS থেকে সাংসদ খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেনরা। ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়রম্যানও।

আরও পড়ুনঃ Square Field স্কোয়ার সাফাইয়ে অ্যাকশন মোডে DM, শামিল আধিকারিকরা

Jangipur Hospital কেন এই উদ্যোগ ?

সকালেই হাতে গ্লাভস, মুখে মাস্ক পড়ে সাফাই অভিযানে দেখা গেল সকলকে। সাফাই শেষে হয় বৃক্ষরোপণও। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, জেলা শাসকের নির্দেশে এই কর্মসূচী নেওয়া হয়েছে। মাননীয় সাংসদ, বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান ছিলেন। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশের পুরো টিম আছে। সবাই মিলে আজকে হাসপাতালে চত্বর পরিষ্কার করলাম। যৌথ ভাবে এই ধরণের অভিযান করা হবে।

Jangipur cleaning

Jangipur Hospital জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং জেলা শাসকের পরামর্শে সকলে মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সকলের কাছে আবেদন করতে চাই, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। এই দায়িত্ব সকলকেই পালন করতে হবে। এবার হাসপাতালের এমার্জেন্সি রুমের পাশে অবজারভেশন রুমের উদ্বোধনও করা হয় বলে জানান সাংসদ খলিলুর রহমান।

হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা জানিয়েছেন, এদিন মেগা সাফাই অভিযান করা হয়েছ। হাসপাতালে ৬৫০ বেড আছে। রোগী বেশি হলেও আমরা ভর্তি করি। আমরা নতুন বেডের যায়গার জন্য জানিয়েচ্ছি। সমাধানের পথ বেরোবে। জঙ্গিপুর হাসপাতালকে জেলা হাসপতাল করা গেলে সুবিধা হয়।

৫ নভেম্বর জঙ্গিপুর হাসপাতাল পরিদর্শন করছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া। হাসপাতাল ঘুরে রোগী পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপরই শনিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরের ফুটপাথ দখলমুক্ত করতে গ্রাউন্ড জিরোয় নামে পুলিশ। চলে উচ্ছেদ অভিযান অভিযান। রবিবার হল সাফাই অভিযান।

Jangipur Hospital  আহ্বান জানিয়েছিলেন জেলা শাসক 

৯ নভেম্বর  ব্যারক স্কোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অ্যাকশন মোডে মাঠে নেমেছিলেন  জেলা শাসক নীতিন সিংহানিয়া (  Nitin Singhania, IAS )  । রবিবার সকালে মাঠে নেমে  নেতৃত্ব দেন  ব্যারাক স্কোয়ার সাফাই অভিযানের । বহরমপুর শহরের ফুসফুস ব্যারাক স্কোয়ারকে পরিষ্কার রাখতে জানান  আহ্বান । সেদিনই জানিয়েছিলেন ১৬ নভেম্বর মেডিক্যাল কলেজে সাফাই অভিযানের কথা। এদিন বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও সাফাই অভিযান হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now