এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur Hospital জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চালু সিটি স্ক্যান পরিষেবা

Published on: January 29, 2025
Jangipur Hospital 

Jangipur Hospital জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চালু হল আধুনিক মানের সিটি স্ক্যান CT Scan পরিষেবা। এতদিন এই পরিষেবা না থাকায় রোগীদের হয় জেলা হাসপাতাল অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে সিটি স্ক্যান করাতে হত। সেই সমস্যা দূর হল জঙ্গিপুরে। বুধবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এই আধুনিক সিটি স্ক্যান পরিষেবার সূচনা করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।

Jangipur Hospital কী বললেন জাকির হোসেন?

Jangipur Hospital  পরিষেবা প্রসঙ্গে বিধায়ক বলেন, ” সাধারন মানুষের লোক। জনপ্রতিনিধি। জনগণের কী করে ভালো হবে সেটাই আমাদের লক্ষ্য। সব সময় চাইব মানুষের কাজ হোক। গোটা সাব ডিভিশনের লোক সিটি স্ক্যান পরিষেবা ফ্রিতে পাবেন”। হাসপাতালে বেডের সংখ্যা ও পানীয় জলের সমস্যা প্রসঙ্গে বিধায়ক আরও বলেন, ” পানীয় জলের সমস্যা নেই। যেটুকু আছে সেটা দেখে নেওয়া হবে। বেডের বিষয়টিও আলোচনা করে দেখা হবে।”

Jangipur Hospital এদিন হাসপাতাল চত্বরেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিষেবার সূচনা করা হল। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিজনেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now