Jangipur Election রবিবার জঙ্গিপুরে মাটি কামড়ে প্রার্থীরা

Published By: Madhyabanga News | Published On:

তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারের জমজমাট প্রচার। ৭ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী রবিবার বিকেল  পর্যন্ত ভোট প্রচার করার অনুমতি ছিল সমস্ত প্রার্থীদের। সেই মতন ব্লকব্লাস্টার রবিবারে পুরোদমে প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভার তিন প্রার্থী। ফাইনাল পরীক্ষায় বসার আগে । শেষবারের মতন সিলেবাস  ঝালিয়ে নিল সবাই। রবিবারের সকালেই লালগোলায় পথে প্রচারে দেখা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনকে। রবিবার সকালে কংগ্রেস প্রার্থী লালগোলার যশইতলা এলাকা থেকে শুরু হয় শেষ দিনের প্রচার। হুডখোলা গাড়িতে ওড়ার, বাউসি, বিরামপুর সহ বিভিন্ন এলাকায় চলে মর্তুজার জনসংযোগ।

প্রচারের গাড়ি গড়িয়ে পৌঁছায় খড়গ্রামে সেখানে খড়গ্রামের বিধায়ককে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। এদিন শেরপুর, ইন্দ্রানী, সাউপাড়া, রোহিত গ্রাম, শঙ্করপুর, সদল সহ বিভিন্ন এলাকায় শেষ বেলায় জনসংযোগ সারলেন খলিলুর রহমান।

যখন জঙ্গিপুর কেন্দ্রের কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একাই মাঠে নিজেদের প্রচার চালাচ্ছেন। তখন অপরদিকে জঙ্গিপুরের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারী দাবি করেন, দেশে ৫ আসনও পাবে না তৃণমূল।

এইভাবেই রবিবারে, শেষ বেলার প্রচারে নিজেদের নির্বাচনী প্রচার সারলেন জঙ্গিপুর লোকসভার তিন প্রার্থী। ৭ই মে জঙ্গিপুরে তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট। তার আগে প্রার্থীদের প্রচার কতটা কার্যকর হল সেটা কেবল সময়ের অপেক্ষা। বিউরো রিপোর্ট ইম্যাজিন কমিউনিটি মিডিয়া।