Jangipur Election: সাত সকালে সব্জি বাজারে দিলীপ ঘোষ

Published By: Madhyabanga News | Published On:

সাত সকালে সব্জির দামের খোঁজ নিলেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ Dilip Ghosh BJP ।জঙ্গিপুরে ভোট প্রচারে এসে বাড়ালা বাজারে যান দিলীপ। ‘ঝিঙে, পেঁয়াজ তো বাইরের নাকি ?’, সব্জির খোঁজ নিতে বাজারের ব্যবসায়ীদের প্রশ্ন দিলীপের। সব্জি নিজেই জুড়লেন আলাপ। তৃণমূলের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভাষণ দিলেন বাজার চত্বরেই। দিলীপ বলেন, রাজ্যে বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। বিজেপি’কে আরো শক্তিশালী করতে ব্জঙ্গিপুরের প্রার্থী সুজিত দাসকে জেতানোর আহ্বান জানান দিলীপ।

শুক্রবার সকাল থেকেই জঙ্গিপুরে ভোট প্রচারে বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজিত দাসের হয়ে জঙ্গিপুরের পথে প্রচার সারছেন বিজেপি নেতা। এদিন সকাল সকাল প্রাতঃ ভ্রমণের পর দলীয় নেতা, কর্মী, প্রার্থীকে নিয়ে জনসংযোগ করেন, মিঞাপুর বাজারে চায়ে পে চর্চায় মিলিত হন। এরপর বাড়ালা গ্রামে জন সম্পর্ক অভিযান করেন।

বাড়ালা গ্রামে ঘুরে গন্তব্য মির্জাপুর গ্রামে। সেখানে তাঁতি পাড়ায় তাঁত শিল্প এবং শিল্পীদের সাথে কথা বলেন। পায়ে হেঁটে গ্রাম ঘুরে প্রচার সারেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, পুলিশ দিয়ে  বিজেপি’কে আটকানোর চেষ্টা হচ্ছে। এভাবে আটকানো যাবেনা।