এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur College জঙ্গিপুর কলেজের ৭৫ তম বর্ষ পূর্তিতে শোভাযাত্রা

Published on: December 11, 2025
Jangipur College

Jangipur College  ১৯৫০ সাল। সদ্য স্বাধীন দেশে পথচলা শুরু হয়েছিল জঙ্গিপুর কলেজের। বৃহস্পতিবার শুরু হয় সেই কলেজের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান । এদিন  রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জীপার্ক ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান কলেজের পড়ুয়া থেকে অধ্যাপক, অধ্যাপিকারা। শামিল হন প্রাক্তনীরাও। জঙ্গিপুর কলেজের অধ্যক্ষা ড. প্রার্থিতা বিশ্বাস ( Dr.Prarthita Biswas – Principal, Jangipur College)  জানিয়েছেন, ১১ থেকে  ১৪ ডিসেম্বর অবধি চলবে নানান অনুষ্ঠান।

Jangipur College

Jangipur College জঙ্গিপুর কলেজের ইতিহাস

ন্যাকের বি++ কলেজ হিসেবে স্বীকৃত এই কলেজ। প্রাচীন এই কলেজের ৭৫ তব বর্ষপূর্তিতে খুশির হাওয়া শিক্ষা মহলে। জঙ্গিপুর কলেজের ক্যাম্পাসের আয়তন ৫.০৫ একর। ১৯৫০ সালের আগস্ট মাসে প্রথমে ইন্টারমিডিয়েট বিভাগ নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। পরে ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে স্নাতক কোর্স চালু করা হয়।  কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল—এই এলাকার গ্রামীণ ও পিছিয়ে পড়া মানুষদের, বিশেষ করে SC, ST, সংখ্যালঘু সম্প্রদায় ও মহিলাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। পাশাপাশি জঙ্গিপুর অঞ্চলের শিক্ষাগত, সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক উন্নতিতে সহযোগিতা করা।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন জঙ্গিপুরের ছাত্র

Jangipur College জঙ্গিপুর কলেজের বিশেষত্ব

জঙ্গিপুর  কলেজের লক্ষ্য হলো মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং এমন দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা যারা দেশের সমৃদ্ধ ও বহুমাত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে।জঙ্গিপুর কলেজ UGC-এর 2(f) ও 12(B) ধারার স্বীকৃতি প্রাপ্ত।  বর্তমানে আর্টস, সায়েন্স ও কমার্স – এই তিনটি বিভাগে স্নাতক পাঠ্যক্রম চালু রয়েছে। ১৯৯৯ সাল থেকে কলেজটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। জঙ্গিপুর কলেজ NAAC কর্তৃক স্বীকৃত এবং  B++ গ্রেড অর্জন করেছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে কলেজে ইংরেজি, বাংলা, ইতিহাস ও শিক্ষা – এই বিষয়গুলিতে স্নাতকোত্তর (PG) কোর্সও চালু হয়েছে, যা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের DODL এর  অধীনে পরিচালিত।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now