এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur BJP ধনঞ্জয়কে সরিয়ে জঙ্গীপুরে বিজেপির নতুন মুখ কে?

Published on: March 16, 2025
Jangipur BJP

Jangipur BJP জঙ্গীপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরানো হল ধনঞ্জয় ঘোষকে। নতুন সভাপতি হলেন সুবল চন্দ্র ঘোষ।  ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ২৫ জন জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। মুর্শিদাবাদের তিন সাংগঠনিক জেলার মধ্যে মুর্শিদাবাদ ও জঙ্গীপুর সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। তবে তালিকায় নেই বহরমপুর সাংগঠনিক জেলার নাম। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতির কোন পরিবর্তন না ঘটলেও জঙ্গীপুর সাংগঠনিক জেলায় ধনঞ্জয় ঘোষকে সরিয়ে সেখানে সভাপতি করা হয়েছে সুবল চন্দ্র ঘোষকে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা, কর্মীরা।

Jangipur BJP ২৬ এর বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করার বার্তা সুবল চন্দ্র ঘোষের।  তিনি জানান, প্রথমে সংগঠনকে গুছিয়ে নেওয়া হবে। তারপর লড়াইয়ে নামবেন। তিনি আরও জানান, জঙ্গীপুরে সাংগঠনিক দিক দুর্বল আছে। বেশিদিন থাকবে না। ঠিক হয়ে যাবে। সংগঠনের মাধ্যমেই জঙ্গীপুর সাংগঠনিক জেলাকে কর্মক্ষমতা দিয়ে শক্তিশালি করে তোলা হবে।

Jangipur BJP ২০২৪ এর লোকসভা ভোটে জঙ্গীপুর লোকসভা আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী তথা জঙ্গীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ। এরপর পদ যাওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিদায়ী সভাপতির দাবি সাংগঠনিক নিয়মেই সভাপতি পদে বদল আনা হয়েছে।

Jangipur BJP বিজেপির জঙ্গীপুর সাংগঠনিক জেলার বিদায়ী সভাপতি ধনঞ্জয় ঘোষ জানান, দল সকলের মতামত নিয়েই  বিগত দিনের কিষান মোর্চার সভাপতি ছিলেন তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হল। সবাই মিলে জঙ্গীপুরে বিজেপির সংগঠনের ভীত মজবুত করার চেষ্টা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now