এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur BJP বিজেপির প্রাক্তন বনাম বর্তমান জেলা সভাপতির কোন্দল প্রকাশ্যে সুতিতে

Published on: July 8, 2025
Jangipur BJP

Jangipur BJP  দলীয় সভার মাঝেই বিজেপির জেলা সভাপতির সাথে প্রাক্তন জেলা সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে । দলীয় কর্মীদের সামনেই চেয়ার ছুড়ে ও মাইক্রোফোন ছুড়ে ফেললেন প্রাক্তন জেলা বিজেপি সভাপতি। শুধু তাই নয় জেলা বিজেপি সভাপতির দিকে কার্যত তেড়ে গেলেন প্রাক্তন সভাপতি। জানা গিয়েছে সোমবার সুতি ১ ব্লকে ডেপুটেশন কর্মসূচী ছিল বিজেপির। তারই সভা চলছিল আহিরনে ব্লক অফিসের কাছে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি জঙ্গিপুর  সাংগঠনিক জেলার সভাপতি সুবলচন্দ্র ঘোষ সহ বিজেপি নেতৃত্ব। সভায় ডাক না পাওয়ার অভিযোগে সেই সভার মাঝেই হঠাৎই সেখানে হাজির হন প্রাক্তন জেলা বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষ। এরপরই কার্যত জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

Jangipur BJP কোন্দল প্রসঙ্গে বিজেপি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ জানান, পথসভার মাধ্যমে ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়। দুদিন আগে কর্মসূচী ঠিক হওয়ায় মণ্ডল সভাপতি ও কার্যকর্তাদের জানানো হয়। ধনঞ্জয় ঘোষকে ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। ৫০ থেকে ৬০ জনকে নিয়ে কর্মসূচী চলছিল। পার্টির অভ্যন্তরীণ বিষয় এটা পার্টি দেখছে, এই ঘটনা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।

Jangipur BJP  প্রাক্তন জেলা বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষ বিস্ফোরক দাবী করেন। বলেন, ‘ পার্টি নিয়ে খেলা করা হচ্ছে। সুতি ১ ব্লকে ৩০ জন জনপ্রতিনিধি আছে বিজেপির। সেখানে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে। আমাকে জেলার কোথাও ডাকা হচ্ছে না ঠিক আছে অথচ আমার ব্লকে আমার অঞ্চলে কেন ডাকা হচ্ছে না? আমাকে কি বিজেপি থেকে বাদ দেওয়া হয়েছে? কিছু চিটিংবাজ দালাল দল চালাচ্ছে এখানে।’

Jangipur BJP ২০২৬ এর বিধানসভা ভোটের আগে জেলা সভাপতির সাথে প্রাক্তন সভাপতির এই দ্বন্দ্বে জঙ্গিপুরে চড়ছে রাজনীতির পারদ। অস্বস্তিতে গেরুয়া শিবির। সমালোচনায় সরব বিরোধীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now