এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jangipur অভিষেকের সফরের আগে বিড়ি শ্রমিকদের মজুরির কথা মনে করাচ্ছে কংগ্রেস

Published on: May 5, 2024

Jangipur  রবিবার শেষ বেলার ভোট প্রচারে মুর্শিদাবাদে  আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দোপাধ্যায়। মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহ্নাওয়াজ আলি রায়হানের সমর্থনে সামসেরগঞ্জের তিনপাকুরিয়ায় করবেন রোড শো। তার আগে বিড়ি শ্রমিকদের নিয়ে অভিষেকের দেওয়া প্রতিশ্রুতি মনে করাল কংগ্রেস। তৃণমূলের পোস্টারের উপরই পড়ল কংগ্রেসের পোস্টার।

কংগ্রেসের বিরুদ্ধে অশান্তির চেষ্টার অভিযোগ তৃণমূলের। সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের দাবি, এলাকায় অশান্তির বাতাবরণ তৈরী করতে চাইছে কংগ্রেস। তাই তৃণমূলের পোস্টার ঢেকে কংগ্রেসের পোস্টার মারা হয়েছে।সামসেরগঞ্জের  কংগ্রেস নেতা মহম্মদ সামসুল আলমের,    বক্তব্য, ঠিক হয় নি তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারা। কারা এই কাজ করেছ খোঁজ নিয়ে দেখবে কংগ্রেস।

যদিও রাজনৈতিক মহলের দাবি, ২০২৩-এর ১৯ ফেব্রুয়ারি  সাগরদিঘির উপ নির্বাচনে এসে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায় । বলেছিলেন, বিড়ি শ্রমিকদের মজুরি হবে ২০৪ টাকা। কিন্তু মজুরি বাড়েনি এক টাকাও। এখনও মজুরি রয়েছে  এক হাজার বিড়ি পিছু ১৭৮ টাকাই।   সেই কথা মনে করিয়ে দিতেই এই পথে হাঁটলেন স্থানীয় কংগ্রেস কর্মীরা।

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now