Jangipur: সরকারি হাসপাতালে মৃত্যু মায়েরঃ চিকিৎসায় গাফিলিতির অভিযোগে বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদে সরকারি হাসপাতালে প্রসূতির  মৃত্যুতে উত্তেজনা ছড়াল মঙ্গলবার। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই প্রসূতির মৃত্যুর   ঘটনায়  পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতিতেই হয়েছে মৃত্যু।  হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে লিখিত  অভিযোগ  করলেন মৃতার  পরিবারের সদস্যরা।

জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালে  সকাল দশটা নাগাদ প্রসব বেদনা নিয়ে ভর্তি হন  জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সাহেব বাজারের বাসিন্দা তুলি বিবি। পুত্র সন্তানের জন্মও দেন তিনি। সুস্থ ছিল শিশু। কিন্তু পরে জানানো হয় মৃত্যু হয়েছে ওই সদ্যজাতের মায়ের।   পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলাতেই মৃত্যু হয়েছে ওই প্রসূতির  ।  পরিবারের সদস্যদের দাবি, বিকেল পাঁচটার পরে মৃত্যু হয় ওই মায়ের। প্রসূতির অবস্থার অবনতি হলেও অনেক পরে আসেন চিকিৎসক।

চিকিৎসায়  গাফিলতির অভিযোগ তুলে  হাসপাতালে বিক্ষোভ দেখায় তুলি বিবির  পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।  রঘুনাথগঞ্জ পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। চিকিৎসক অমিতাভ দাস এবং বাবুল চন্দ্র দে’র  বিরুদ্ধে  হাসপাতালের সুপারের কাছে  লিখিত অভিযোগ করেছেন মৃতার বাবা  ।

হাসপাতাল কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রসূতিরর মৃত্য নিয়ে অভিযোগ জলা পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করা হবে।