এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jalangi Politics জলঙ্গীতেও লাল ঝান্ডা ছেড়ে ঘাসফুলে প্রধান

Published on: November 2, 2025
Jalangi Politics

Jalangi Politics জলঙ্গীতেও লাল ঝান্ডা ছেড়ে ঘাসফুলে প্রধান । ফের সিপিএমের হাতছাড়া আরও একটা গ্রাম পঞ্চায়েত । এদিন রবিবার মুর্শিদাবাদ জেলার  জলঙ্গি বিধানসভার ভাদুড়িয়াপাড়া মোড়ে একটি সভা করে তৃণমূল। তৃণমূলের সেই সভার মঞ্চ আলো করে বসে ছিলেন সিপিএমের ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাকিলা বেগম । ছিলেন সাকিলা বেগমের স্বামী, স্থানীয় সিপিএম নেতা আব্দুর রশিদও।

আরও পড়ুনঃ Jalangi Panchayat জলঙ্গীতেও সিপিএমের প্রধানের হাতে তৃণমূলের ঝান্ডা

Jalangi Politics কী হল এদিনের সভায় ?

Jalangi Politics সভা থেকেই ঘোষণা করা হয়, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন এই প্রধান। তৃণমূলের দাবি, প্রধানকে দলে এনেই পঞ্চায়েত দখলে নিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় সিপিএম। এদিন যদিও জলঙ্গীর দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আলিফ বিল্লা দাবি করেছেন, এই প্রধান আগে থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

এদিন এই যোগদান কর্মসূচিতে ছিলেন  জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, INTTUC  জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আবুল কাউসার ।  এর আগে শনিবার ভগবানগোলার আখেরিগঞ্জের পঞ্চায়েত প্রধান সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now