Jalangi Panchayat লোকসভা ভোট Loksabha Election মিটতেই জলঙ্গিতে শক্তিবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস TMC । খয়রামারী অঞ্চলের সিপিআইএমের প্রধান সহ আরও নয়জন সিপিআইএম ও কংগ্রেসের সদস্যকে দলে যোগদান করাল তৃণমূল । এর পাশাপাশি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম পঞ্চায়েত সদস্যও এদিন তৃণমূলে যোগদান করলেন। শুক্রবার বিকেলে সাগরপাড়ার নরসিংহপুরে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিধায়ক আব্দুর রাজ্জাকের হাত ধরে হয় এই যোগদান। জলঙ্গীর বিধায়কের দাবি, আগামী দিন বিরোধীদের প্রতীকে জেতা জনপ্রতিনিধরা যোগ দেবেন তৃণমূলে। ভোট মিটতেই এই যোগদানে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। প্রধান সহ অধিকাংশ পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় কার্যত পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। যদিও খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসের দাবি উন্নয়নে সামিল হতেই শাসক দলে যোগদান। জলঙ্গী ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতে ২৩টি আসনের মধ্যে মাত্র ৮টি আসন পেয়েছিল তৃণমূল। সিপিআই(এম) জয়ী হয় ৮টি আসনে এবং কংগ্রেস ৭টি আসন জেতে। সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে দখল করে পঞ্চায়েত। তবে প্রধান সহ ৯ জন সিপিএম, কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের দখল পেল তৃণমূল।