Jalangi News দেনায় জর্জরিত স্বামী ! জলঙ্গিতে পার্শ্বশিক্ষিকার ভয়ঙ্কর পরিণতি

Published By: Imagine Desk | Published On:

Jalangi News  লাখ লাখ টাকার ঋণে জর্জরিত স্বামী। একি কাণ্ড ঘটালেন স্ত্রী! যা দেখে কান্নায় ভেঙে পড়লেন আত্মীয় সজনেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, জলঙ্গীর ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতনের পার্শ্ব শিক্ষিকা ছিলেন আর্জুমান বিবি। তাঁর স্বামী একটি বেসরকারি গোলাম কিবরিয়া একটি বেসরকারি বিদ্যালয় চালান। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছিল স্বামীর। এনিয়েই চলছিল সংসারে অশান্তি। এর মাঝে শুক্রবার বিকেলে শ্বশুর বাড়িতে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আর্জুমানের দেহ। তাঁর বাবার বাড়ির লোকজনদের দাবী আত্মঘাতী নয় শ্বশুর বাড়ির সদস্যরা তাকে হত্যা করেছে।

Jalangi News  মৃতার পরিবারের আরও অভিযোগ, পাওনাদার থেকে ব্যাঙ্কের কর্মীরা কিস্তির জন্য বাড়িতে হানা দিচ্ছিলেন। স্বামীও বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দিচ্ছিলেন স্ত্রীকে। এর মাঝেই শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হল দেহ। জলঙ্গি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় মৃতের পরিবার জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কীভাবে আর্জুমানের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।