Jalangi News মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ায়। পদ্মায় নৌকায় চড়ে ঘুরতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষপাড়া অঞ্চলের দক্ষিণ ঘোষপাড়া এলাকার বাসিন্দা বছর তেরোর নুরাবুল মন্ডল নৌকায় চেপে বন্ধুদের সাথে চরে ঘুরতে গিয়েছিল। নৌকা বিহারে গিয়েই নৌকা থেকে হঠাৎ ছিটকে পড়ে যায় পদ্মা নদীর জলে। দুজন জলে পড়ে গেলে তাদের মধ্যে একজন নৌকায় উঠতে পারে। কিন্তু নুরাবুল তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষজন।
Jalangi News ঘটনাস্থলে যায় জলঙ্গি থানার পুলিশ। শুরু হয় নিখোঁজের খোঁজে তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে খোঁজ না মেলায় অবশেষে মাছ ধরার জাল নামিয়ে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কিশোরের দেহ স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা এলাকা। পাশাপাশি সুরক্ষার ক্ষেত্রে লাইফ জ্যাকেট ছাড়াই ভরা বর্ষায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নৌকা বিহারে যাওয়ার অনুমতি মিলল কীভাবে? চূড়ান্ত গাফিলতির ফলেই চলে গেল অকালে প্রাণ! উঠছে একাধিক প্রশ্ন ।