Jalangi News দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি! কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রাখার অভিযোগ! বুধবার রাতে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত পাকুড়দিয়ারে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় চাপা উত্তেজনা। ভিড় স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাটার ভেঙে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে এই এলাকায় এবং ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন সোনার দোকান মালিক।
Jalangi News সামিউল ইসলাম নামে এক সিভিক ভলান্টিয়ারের শাশুড়ি সারজিনা বিবি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর জামাই ও আরেকজন ডিউটি করছিল। সোনার দোকানে ছিনতাই হয়েছে। জামাইকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। কে বা কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে জানেন না কিছুই।
Jalangi News এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত জলঙ্গী থানায় কোন অভিযোগও দায়ের হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই সিভিক ভলান্টিয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জলঙ্গী থানায়। ঘটনা নিয়ে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তদন্তে জলঙ্গী থানার পুলিশ।