Jalangi News জলঙ্গির ঘোষ পাড়া এলাকায় একী কাণ্ড। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পরে রূপোর দানা। ভর দুপুরে সেই চাদি কুড়াতে রাস্তায় হুড়হুড়ি স্থানীয়দের মধ্যে। ৮ থেকে ৮০ সকলকেই দেখা গেল সেই চাদি কুড়তে। পথচারি থেকে এলাকার বাসিন্দারা চাঁদি কুরতে নেমে পড়লেন। অনেকেই তা আবার বাড়ি নিয়ে গেলেন। স্থানীয়দের দাবি কেউ এই রূপোর দানা নিয়ে জাওয়ার সময় তা রাস্তায় পরে থাকতে পারে।
Jalangi News জলঙ্গিতে রাস্তায় রুপো কুড়তে হুড়োহুড়ি
Published on: August 6, 2024















