Jalangi Migrant Worker সংসারের হাল ধরতে তিরিশ বছর ধরে ভিন রাজ্যে কাজ করছেন। বর্তমানে ছিলেন কেরলে। কিন্তু সেখানেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। কেরলে কাজে গিয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের শ্রমিকের। বুধবার সকালে কাজে যাওয়ার পথেই অসুস্থ হন ঐ শ্রমিক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জলঙ্গীর গৌরীপুর এলাকার বাসিন্দা কালাম মন্ডল প্রায় ৩০ বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বর্তমানে ছিলেন কেরলে। ভিন রাজ্যে থেকেই পরিবারের স্বচ্ছলতা ফিরিয়েছেন। বিয়ে দিয়েছেন মেয়েদের। পরিবারের সেই অভিভাবক আর নেই! মেনে নিতে পারছে না কেউই। তাঁর মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা।
Jalangi Migrant Worker মৃতের পরিবার সূত্রে জানা যায়-
Jalangi Migrant Worker মৃতের মেয়ে তাসলিমা বিবি জানান, গত দুদিন ধরে বাবার শারীরিক অবস্থা ভালো ছিল না। বুধবার সকালে কাজে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন। সেখানেই কাজে যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ হয়ে জ্ঞ্যান হারান। সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Jalangi Migrant Worker এখন শ্রমিকের দেহ বাড়িতে ফেরানোর অপেক্ষায় রয়েছে পরিবার। পাড়া প্রতিবেশি, আত্মীয় সজনদের ভিড় শ্রমিকের বাড়িতে। ভিন রাজ্যে কাজে গিয়ে এমন মর্মান্তিক পরিনতি দেখে শোকে পাথর গোটা গ্রাম। পরিবার চাইছে, প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত দেহ ফিরে আসুক পৈত্রিক ভিটেয়।