Jalangi Incident সারা রাত নিখোঁজ থাকার পর বাড়ি থেকে এক কিমি দূরে দেহ উদ্ধার এক ব্যক্তির। মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত দক্ষিণ ঘোষপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শনিবার সকালে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে এসে দেহ সনাক্ত করে পরিবার। মৃতের নাম হান্নান সেখ। রহস্যজনক এই মৃত্যুর পেছনের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।
Jalangi Incident মৃতের পরিবারের দাবী-
শুক্রবার বিকেলে এলাকার কয়েকজন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলেন হান্নান। তারপর আর বাড়ি ফেরেন নি। আগেও নাকি কয়েকবার বেড়াতে গিয়ে দিন কয়েক পর বাড়ি ফিরেছিলেন। ফলে খোঁজাখুঁজিও করে নি কেউ। কিন্তু মৃত্যু কীভাবে? তার উত্তর খুঁজছেন আত্মীয় সজনেরা। মৃতের এক আত্মীয় মন্টু মণ্ডল জানান, সীমান্তের চরে বন্ধুদের সাথে গিয়েই রহস্যজনক মৃত্যু হয়েছে। তাই সন্দেহ দানা বাঁধছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তার তদন্তে নেমেছে পুলিশ।