Jalangi incident হল না রক্ষা! আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে কারবারি

Published By: Imagine Desk | Published On:

Jalangi incident  বাড়ির গোপন ডেরায় রাখা পিস্তল, গুলি! মতলব কী? গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে আচমকাই পুলিশের অভিযান। অভিযানে হাতেনাতে পাকড়াও অস্ত্র কারবারি। মুর্শিদাবাদের জলঙ্গীর উদয়নগর কলোনি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক যুবক। ধৃতের নাম লালন সেখ। মঙ্গলবার ধৃতকে পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় জলঙ্গী থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উদয়নগর কলোনি এলাকায় লালন সেখের বাড়িতে তল্লাশি চলে। তল্লাশি অভিযানেই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ৭ এম এম পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। হাতেনাতে গ্রেপ্তার করা হয় লালন সেখকে। মঙ্গলবার ধৃত লালনকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠান হয়। কেন বাড়িতে পিস্তল গুলি রেখেছিল সে? উদ্দ্যেশ্য কী ছিল? কোথা থেকেই বা পেল আগ্নেয়াস্ত্র? ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে পুলিশ।