Jalangi Bomb Recovery জলঙ্গির জোত পরমানন্দপুর এলাকায় তাজা বোমা উদ্ধার পুলিশের। ঘন জনবসতি পূর্ণ এলাকায় ঝোপের মধ্যে রাখা ছিল বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে জোত পরমানন্দপুর এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। সেখানেই একটি বাড়ির পাশে প্লাস্টিকে মোরা অবস্থায় বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল পাহাড়ায় রাখা হয় পুলিশ কর্মীদের। কে বা কারা কী কারণে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Jalangi Bomb Recovery জলঙ্গিতে বাড়ির পাশে উদ্ধার বোমার ব্যাগ
Published on: August 5, 2024















