Jalangi Bangladeshi বাংলাদেশের নাগরিক অথচ ভারতীয় আধার, রেশন! অন্ধকারে প্রশাসন

Published By: Imagine Desk | Published On:

Jalangi Bangladeshi বাংলাদেশি নাগরিক বকুল আহম্মেদ মণ্ডল। জলঙ্গির ঘোষপাড়াতে রেশন কার্ড বানিয়েছেন, তার আগে বানিয়েছেন আধার কার্ড। নিয়মিত বাংলাদেশি নাগরিকের নামে তোলাও হচ্ছে রেশন। বকুল আহম্মেদ মণ্ডলের বাবা জলঙ্গির ঘোষপাড়ার বাসিন্দা খাদিমুল হক মণ্ডল সরাসরি জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পে বছর দুয়ের আগে বানানো হয়েছে রেশন কার্ড। আর সেটা বানিয়ে দিয়েছেন তাঁর এক প্রতিবেশী ও আত্মীয় আশিক ইকবাল। খাদিমুল হক মণ্ডল জানান, কাকার নামে একটা রেশন কার্ড করে দেওয়ার নাম করে ৩০০ টাকাও নেয় আশিক!

Jalangi Bangladeshi উল্লেখ্য, এই আশিক ইকবালই বাংলাদেশি নাগরিক বকুল আহম্মেদ মণ্ডলের ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড নিয়ে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। তাঁর বিরুদ্ধেই উঠছে অভিযোগে সরব বকুল আহম্মেদের বাবা। পাল্টা আশিক ইকবাল জানান, সরকারি কাজ করেন না তিনি। ১৯৯৫ সালে ভোটার কার্ড হয়েছে। তাঁর জন্ম ১৯৯৭ সালে। পুরনো রেশন কার্ড ছিল। সেই সূত্রেই নতুন রেশন কার্ড এসেছে বকুল আহম্মেদের। তিনি আরও বলেন, দুই দেশের অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে রেখেছেন। জনসমক্ষে আনায় মিথ্যে অভিযোগ হচ্ছে তাঁর নামে।

Jalangi Bangladeshi গোটা ঘটনায় অস্বস্তি বেড়েছে। এদিকে খাদিমুল হক মণ্ডল স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি হয়ে রেশনের সুবিধা নেওয়া বা আধার কার্ড বানানো তাঁর ভুল হয়েছে। এই ঘটনায় সামনে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগও। পুরো ঘটনায় নাম জড়িয়েছে তৎকালীন পঞ্চায়েত প্রধানেরও। খাদিমুল হক মণ্ডল জানিয়েছেন আধার কার্ড বানিয়ে দিয়েছেন স্থানীয় তৎকালীন প্রধান সুকচাঁদ আলী।

Jalangi Bangladeshi অন্যদিকে খাদিমুল হক মণ্ডলের বক্তব্যের পরিপেক্ষিতে তৎকালীন প্রধান সুকচাঁদ আলীর মুখোমুখি হয়ে মিলেছে আরও বিস্ফোরক তথ্য। সুকচাঁদ আলী স্বীকার করেছেন এই রকম তো হয়েই থাকে। বাংলাদেশেরও নাগরিক আবার এদেশেরও নাগরিক। তিনি জানিয়েছেন, এলাকায় অনেক লোকই আছেন যারা ভারতের ভোটার, বাংলাদেশেরও ভোটার। দু দেশেই জমি, বাড়ি আছে। অভিযোগ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন সুকচাঁদ। বলেন, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে কার্ড বানানোর অভিযোগ অবাস্তব। কীভাবে কার্ড হল তা অভিভাবকরা বলবে। আবেদন না করলে কীভাবে কার্ড হবে? সুকচাঁদের প্রতিবেশী বকুল আহম্মেদ মণ্ডল যে বাংলাদেশে থাকেন সেটা জেনেও কেন আধার কার্ড তৈরিতে সহায়তা করেছিলেন? প্রশ্ন করতেই তিনি পাল্টা প্রশ্ন করেন কে দিয়েছিল ভোটার কার্ড?

Jalangi Bangladeshi বুধবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে খাদিমুলের বাড়িতে যান নির্বাচন কমিশনের বিএলও ঝুনু খাতুন। অভিযোগ- পাল্টা অভিযোগ, বিতর্কে চাপানউতোর এলাকায়।