Jal Jeevan Mission বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জল জীবন মিশন (Jal Jeevan Mission)। রাজ্যের প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রকল্পে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ রাজ্যের। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকারের বঞ্চনার অভিযোগ নতুন নয়। এবার সংসদে জল জীবন মিশনের টাকার বকেয়ার দাবিতে সরব হলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। উল্লেখ্য, মুর্শিদাবাদে আর্সেনিক প্রবণ এলাকা রয়েছে। জল বাহিত রোগে অনেকে আক্রান্ত হন।
আরও পড়ুনঃ ESIC Hopsital Jangipur: সংসদে জঙ্গীপুরে ইএসআইসি হাসপাতালের দাবি খলিলুরের
Jal Jeevan Mission সংসদের শীতকালীন অধিবেশন চলছে। মুর্শিদাবাদের সাংসদ শুক্রবার লোকসভায় সংসদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান। আবু তাহের খান বলেন, বাংলায় জল জীবন মিশনের কাজ চলছে। প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় নল বাহিত বিশুদ্ধ জলের কাজ বাংলায় চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই জল জীবনেই শুধু আড়াই হাজার কোটি টাকা বকেয়া। দুর্ভাগ্যের বিষয় বাংলার মানুষ বিজেপির কাছে নত স্বীকার করেনি। তাই বাংলার মানুষকে বঞ্চিত করছে বিজেপির কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। গরীব মানুষের ঘরের টাকা দেওয়া হচ্ছে না। আমফানের টাকা দেওয়া হচ্ছে না। বিপর্যয় মোকাবিলার টাকা দেওয়া হচ্ছে না। বাংলাকে প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে। তাই আপনার মাধ্যমে দাবি করছি বাংলার বকেয়া টাকা দেওয়া হোক।
Jal Jeevan Mission আপনি মানিয়ে নিন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম
Jal Jeevan Mission তাতে অধ্যক্ষের চেয়ারে থাকা দিলীপ সাইকিয়া আবু তাহের খানকে বলেন, আপনি মানিয়ে নিন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এরপর আবু তাহের খানকে বলতে শোনা যায় আমার সরকারের যে পাওনা…মাইক বন্ধ হয়ে যায়।












