Jakir Hossain জঙ্গিপুরে সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি খলিলুর রহমান Khalilur Rahaman , নবগ্রামের বিধায়ক কানাই মন্ডলের Kanai Mondal বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের। জঙ্গিপুর পৌরসভায় অনাস্থা নিয়ে তীব্র বিভাজন তৃণমূলে। এর মাঝেই রবিবার জাকির দাবি করেছেন, মানুষের কাজ করেন না সাংসদ।
Jakir Hossain নবগ্রামের বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাকির হোসেন ।
Jakir Hossain রবিবার তৃণমূলের সভা শেষে জাকির হোসেনের বলেছেন, “ পৌরসভা নিয়ে টালমাটাল। জেলা সভাপতি, সাংসদ- উনি মানুষের কাজ করেন না। আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন। আপনারা জানেন , কদিন আগে কানাই মণ্ডল কী বলেছিল। উনি বড় বড় কথা বলেছেন। কানাই মন্ডলের কুকীর্তী কি আপনারা ভালো করে জানান। সাংসদের ভাই কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছেন। আমি বলেছি, দেখছি। দেখার আগেই আমার বদনাম করলো”।
Jakir Hossain বিধায়কের দাবি জঙ্গিপুরের বেশিরভাগ কাউন্সিলার সাংসদের ঘনিষ্ট ছিলেন। কেন অনস্থা হল সেটা উনিই বলতে পারবেন। এদিন জাকির এও বলেন যে, জঙ্গিপুর পৌরসভায় বদল করাই উচিৎ।