Jakir Hossain case জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে Jakir Hossain প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝাড়খণ্ডের Jharkhand এক যুবক। ফোন ও Whatapp -এ দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে গত শনিবার সুতি থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। পুলিশ সূত্রে খবর অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে রবিবার রাতে সুতির বাউরিপূর্ণি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ হাসানুজ্জামানকে। ধৃত যুবক ঝাড়খন্ডের ইসলামপুরের বাসিন্দা। ধৃতের দাবি তিনি দুবছর ধরে জাকির হোসেনকে মেসেজ ও ফোন করেন কিন্তু তিনি কোন উত্তর না দেওয়াতেও তাঁকে অশ্লীল ভাষায় ম্যাসেজ ও হুমকি দিয়েছেন । ব্যক্তিগত রাগ থেকেই এই হুমকি বলেই দাবি অভিযুক্তের।
অভিযুক্তের বাবার দাবি, ছেলে বেশ কয়েকবার জাকির হোসেনের বাড়ির আশেপাশে এসেছিলেন। ছেলে মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নেই বলেই দাবি অভিযুক্তের বাবার।
পুলিশ অভিযুক্তকে সোমবার জঙ্গিপুর কোর্টে পাঠায়। কী কারণে জাকির হোসেনকে হুমকি দেওয়া হল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।