Jakir Hossain মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই সুতির উমরপুর থেকে প্রসাদপুর এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণার দাবি জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের। বুধবার রঘুনাথগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির হোসেনের দাবি এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা হলে এখানে অনেক ইন্ডাস্ট্রি বসবে বহু মানুষ কাজ পাবে।’

শুধু ইন্ডাস্ট্রিয়াল জোনই নয় মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়েও দাবি জানালেন। তবে তিনটি নয় মুর্শিদাবাদকে ভেঙে দুটি জেলার দাবি জাকির হোসেনের।
মুখ্যমন্ত্রীর কাছে কী দাবি বিধায়কের ?
Jakir Hossain জাকির হোসেন জানান, সুতির উমরপুর থেকে প্রসাদপুর পর্যন্ত এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা হোক। তাহলেই ইন্ডাস্ট্রি বসবে বহু মানুষ কাজ পাবে এখানে। তাই এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা হোক। আমরা সেই দাবি জানাবো মুখ্যমন্ত্রীকে। শিক্ষা থেকে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বলবো।
মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে কী দাবি জাকিরের ?
মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে বিধায়ক জাকির হোসেন জানান, জেলা ভাগ হলে অবশ্যই ভালো হবে, আমরা চাই জেলা ভাগ হোক। জেলা ভাগ হোক সিস্টেম মেনে হোক। তিনটের জায়গায় দুটো জেলা হলে মানুষের সুবিধা হবে।
Jakir Hossain মঙ্গলবার বিকেলে বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন।














