মধ্যবঙ্গ নিউজডেস্কঃ মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সিবিআই তল্লাশী। বেলা তিনটে নাগাদ দেখা যায়, টোটোতে করে বিধায়কের বাড়িতে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। শিক্ষক নিয়োগ কান্ডের তদন্তে নেমে এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। সেই টাকা গুণতে আনতে হয়েছিল বেশ কয়েকটি টাকা গোনার যন্ত্র। এবার ডোমকলের বিধায়কের বাড়ি থেকেও মিলেছে বেশ কয়েক লক্ষ নগদ টাকা। সেই টাকা গুনতেই এদিন আনা হয়েছে মেশিন। জমি বিক্রির টাকা বলে দাবি করে বিধায়ক বলেন, “ ২৪ লক্ষ টাকা ছিল জমি বিক্রির টাকা। সেই দলিলও আধিকারিকদের জমা দিয়েছে আমার স্ত্রী। মেয়েও সহযোগিতা করছেন।”