Jadavpur University: SFI কে কাঠগড়ায় তুলে বহরমপুরে মিছিল

Published By: Imagine Desk | Published On:

Jadavpur University কান্ডে SFI কে কাঠগড়ায় তুলে বহরমপুরে মিছিল তৃণমূলের শিক্ষকদের  । যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । রবিবার শিক্ষক সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুরে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের Murshidabad Zila Parishad  শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ।

Jadavpur University সংগঠনের সভাপতি  পার্থসারথি  সরকার বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর Bratya Basu  উপর হামলা হয়েছে এটা নিন্দার।  বিরোধীদের জানিয়ে দিতে চাই যে এরকম ঘটনা ঘটলে প্রাথমিক শিক্ষকরা চুপ করে বসে থাকবে না। মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ এদিন মিছিলে পা মিলিয়ে নিশানা করেছেন এসএফআইকেই।