মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান শিয়ালে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদনঃ শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা। দিনে দুপুরে ঘরে ঢুকে পড়ছে শিয়াল। একের পর এক জায়গা থেকে শিয়ালে আক্রান্ত (Jackal Bite) হওয়ার ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদ (MURSHIDABAD), নদীয়া থেকে পূর্ব বর্ধমান। আগে এভাবে বেপরোয়া শিয়াল দেখা যেত না। এই সপ্তাহে নবগ্রামে শিয়ালের কামড়ে আক্রান্ত হলেন ১৩ জন। তার মধ্যে ৬ জনের আঘাত গুরুতর।
আরও পড়ুনঃ Bangladeshi Arrested ফের মুর্শিদাবাদে পাকড়াও ৪ বাংলাদেশি
Jackal Bite Murshidabad প্রথমে আক্রান্তদের নবগ্রাম প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৬ জনকে সাগরদিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন মণ্ডল নামে এক ব্যক্তি জানান, আমাদের শিঙা গ্রামে ভাই মৃণ্ময় মণ্ডল ও দেব মণ্ডল রাস্তা দিয়ে যাচ্ছিল। সেসময় তাদেরকে কামড়েছে। জানতে পেরেছি আরও ১৩ জনকে কামড়েছে। পরে ওই শিয়ালটিকেও এলাকাবাসী মেরে ফেলেছে বলে জানা গিয়েছে।
Jackal Bite Murshidabad সপ্তাহ খানেক আগেই করিমপুর দুই ব্লকে থানা পাড়া এলাকায় শাহাদত বিশ্বাস নামে এক ব্যক্তিকে শিয়ালে কামড়ায়। মুখ ক্ষত বিক্ষত করে দেয়। তাঁর মুখে ৫ টি সেলাই পড়েছে। শাহাদতের কাকা জমির উদ্দিন সরকার বলেন, ভোর বেলা বাড়ির কাছেই এই ঘটনা ঘটেছে। এখন শিয়ালের প্রজননের সময়। তাছাড়া আগে এরকম ভাবে শিয়াল দেখা যেত না। এদিকে এই সপ্তাহে পূর্ব বর্ধমানের এক যুবককে চলন্ত মোটর বাইকে থাকা অবস্থায় শিয়াল কামড়ায়। ঘটনায় হতবাক সবাই। জজান পঞ্চায়েত এলাকায় থাকা তাঁর এক আত্মীয় জানান, এতোটা বেপরোয়া হতে শিয়ালকে কখনো দেখিনি। চলন্ত গাড়িতে কামড়েছে। আমাদের বাড়ির সামনে যেভাবে কুকুর থাকে সেভাবে এখন শিয়াল দেখা যাচ্ছে।
Jackal Bite Murshidabad এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শিশুদের আগলে রাখতে হচ্ছে। আগে রাতে বা বৃষ্টি পড়লে শিয়াল দেখা যেত গ্রামে। এখন দুপুরে বাড়ির মধ্যে দল বেঁধে ঢুকে পড়ছে। গোরুর বাছুর, মুরগি, হাঁস তাদের শিকার। গ্রামবাসীরা মনে করছেন, জমিতে কীটনাশক বেশি ব্যবহার করার ফলে মাঠে ছোট প্রাণী সঙ্কটে। যেমন ছোট মাছ, কাঁকড়া। শিয়াল তাই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।









