Islampur News শুক্রবার ভর দুপুরে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরতাজা যুবকের। ইসলামপুর থানার অন্তর্গত এসেরপাড়া এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। জানা গিয়েছে, এসেরপাড়া এলাকার বাসিন্দা রাজু মণ্ডল। শুক্রবার দুপুরে পাম্প চালিয়ে বাড়িতে স্নান করতে যান। পাম্প না চলায় সুইচ বোর্ড ঠিক করতে গিয়েই অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতাল গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
Islampur News মৃতের দাদা জুলফিক্কার মণ্ডল জানান, মোটরপাম্পে সমস্যা হচ্ছিল। জল উঠছিল না। ভাই পাম্প ঠিক করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়, ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ইসলামপুর হাসপাতাল ও পরে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।