Islampur News চুরি কাণ্ডে ঝাড়খণ্ড যোগ! মাস্টারমাইন্ডকে নিয়ে পুনঃনির্মাণ

Published By: Imagine Desk | Published On:

Islampur News ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদে চুরি !মুর্শিদাবাদে ইসলামপুরে বাইকের শোরুমে চুরির ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করা হল এক অভিযুক্তকে।   শুধু তাই নয়, ধৃতকে  হেফাজতে নিয়ে শনিবার চুরির ঘটনার পুনর্নির্মাণ করল  ইসলামপুর থানার পুলিশ।

Islampur News উল্লেখ্য, গত মে মাসের শেষে বাইকের শোরুমে চুরির ঘটনা ঘটে। গত বুধবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে আব্দুল ডালিম নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কোর্টে পাঠিয়ে হেফাজতে নেয় ইসলামপুর থানা। এদিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে  ঘটনার পুনর্নির্মাণ কর্কা হয়। কীভাবে চুরির ফাঁদ পাতা হয়েছিল? কী কী কৌশল অবলম্বন করা হয়? সবটাই ধৃতের মুখ থেকেই বোঝার চেষ্টা করে পুলিশ। পুরো বিষয়টি পুলিশের সামনে বর্ণনা দেয় অভিযুক্ত।