Islampur News ফাঁকা মাঠে যা দেখে চমকে গেলেন স্থানীয়রা

Published By: Imagine Desk | Published On:

Islampur News মুর্শিদাবাদের ইসলামপুরের রোমিপুর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। মাঠের পাশে ঝোপ থেকে উদ্ধার  এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম প্রশান্ত মাল।  নওদা পাড়া খালের ধার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  পরিবারের দাবী, মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেননি প্রশান্ত মাল। বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পান মাঠের মধ্যে। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় করেন।

Islampur News খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। ঠিক কী ঘটেছিল ঐ ব্যক্তির সাথে?  খুন নাকি আত্মহত্যা? ব্যক্তিগত আক্রোশ নাকি পারিবারিক শত্রুতা? নেপথ্যে কী? তদন্ত শুরু হয়েছে।  ইতিমধ্যেই এই ঘটনায় খুনের অভিযোগের ভিত্তিতে  স্বরূপ ভাস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি ঐ থানা এলাকার পাহারপুরের বাসিন্দা বলে জানা গেছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টায় ইসলামপুর থানা।