Islampur migrant worker দশ মাস হল স্ত্রী, সন্তানকে নিয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মুম্বাই। কিন্তু সেখানেই ঘটে গেল চরম পরিণতি। অসুস্থ ছেলের প্রাণ বাঁচাতে পারল না পরিবার। মুর্শিদাবাদের ইসলামপুরের হাড়িভাঙ্গা দৌলতপুর পশ্চিমপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আরিফুল ইসলাম এর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ই অক্টোবর থেকে জ্বরে ভুগছিল ১১ বছরের ছেলে। স্থানীয় ডাক্তার, হাসপাতালে চিকিৎসা করেও হল না শেষ রক্ষা। পরিযায়ী শ্রমিক আরিফুল ইসলাম জানান, ‘ ছেলে জ্বর, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। কাশিও ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চললেও বাঁচানো যায়নি। কী থেকে এমন ঘটনা ঘটে গেল!’। মঙ্গলবার রাতেই অ্যাম্বুলেন্সে করে ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরেছেন পরিযায়ী দম্পতি। গ্রাম জুড়ে কান্নার রোল।
Islampur migrant worker বালকের অকাল মৃত্যুতে শোকে কাতর এলাকাবাসীরা। রাতের অন্ধকারে দেহ বাড়ি ফিরতেই উপচে পড়ে ভিড়। কতটা গুরুতর অসুস্থ ছিল ঐ বালক? পরিবার কি আগে কিছু আঁচ পায় নি? কেন আকস্মিক মৃত্যু হল শিশুটির? এলাকাবাসীদের মনে এখন এই প্রশ্নই দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল শিশুটি। যদিও রয়েছে ধোঁয়াশা। এলাকাবাসী ইনসার আলী বলেন,’ মুম্বাইয়ের হাসপাতালের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে কী থেকে মৃত্যু!’