Islampur Bhairab Bridge বছরের শেষে যান চলাচল বন্ধ মুর্শিদাবাদের ইসলামপুরের ভৈরব ব্রিজে। আপাতত তিনদিন বন্ধ রাখা হবে এই ব্রিজ।মুর্শিদাবাদে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ইসলামপুরের ভৈরব নদীর উপরের এই ব্রিজ। কিন্তু কেন ব্রিজ বন্ধ রাখা হবে? পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে- ব্রিজের হেলথ পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার জনই বন্ধ রাখা হবে ব্রিজ।
Islampur Bhairab Bridge কবে থেকে ব্রিজ বন্ধ থাকবে?
মূলত ব্রিজের ভার বহন ক্ষমতা যাচাইয়ের জন্যই আগামী শনিবার থেকে সোমবার অর্থাৎ ২৮ শে ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত তিনদিন পুরোপুরি ভৈরব ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর।
Islampur Bhairab Bridge ব্রিজ রক্ষনাবেক্ষনে হবে লোড টেস্ট-
Islampur Bhairab Bridge দীর্ঘদিনের পুরনো এই ব্রিজ দিয়ে প্রতিদিন শয়ে শয়ে যান চলাচল করে। বেশ কিছুদিন আগে এই সেতুর কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছিল। তা যদিও রক্ষনাবেক্ষনও করা হয়। তবে এবার এই ব্রিজের লোড টেস্ট হতে চলেছে। এই ব্রিজ প্রধানত ইসলামপুর, ডোমকল, জলঙ্গি ও নদীয়ার সংযোগকারী। একেবারে নদী থেকে বহরমপুর- এই রুটে প্রচুর যান চলাচল করে এই ব্রিজ দিয়েই।
Islampur Bhairab Bridgeব্রিজ বন্ধ থাকলে বিকল্প পথ কী?
Islampur Bhairab Bridge তবে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত এই ব্রিজ পুরোপুরো বন্ধ থাকলে কীভাবে হবে চলাচল। কোন পথে ঘুরে যাবেন যাত্রীরা। কীভাবে চলবে যানবাহন? রয়েছে কৌতূহল যাত্রীদের মনে। তবে পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, ব্রিজ বন্ধ থাকলেও যাত্রীদের সুবিধার কথা ভেবে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজের দুধারে যানবাহন থাকবে। ব্রিজের একপারে নেমে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে অন্যপারে গিয়ে আবার যানবাহনে চেপে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। মালবাহী হোক বা যাত্রীবাহী- কোন গাড়িই ব্রিজের উপর দিয়ে চলবে না এই তিনদিন।