এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Islampore News: স্ত্রীর বিরুদ্ধে ফুঁসছে পরিবার , ঘরে যুবকের দেহ Anger against wife

Published on: July 19, 2022
islampore case

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ঘরের ভিতর যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ইসলামপুর থানার নশীপুর গ্রামে। মৃত যুবকের নাম মুস্তাফা আলী। পরিবারের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল। তার জেরেই দীর্ঘদিন অশান্তি চলছিল পরিবারে। তার জেরে নাকি থানাতেও ডাকা হয় দুই জনকে। সেখান থেকে ফিরেই রাতে মৃত্যু হয় ওই যুবকের । সকালে ঘরের ভেতর থেকে উদ্ধা হয়। স্ত্রী তার “প্রেমিকের” দিকে খুনের অভিযোগ তুলেছে পরিবার ।
মঙ্গলবার এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার । পরিবার সুত্রে জানা গিয়েছে, মুস্তফা আলীর ৮ বছর আগে বিয়ে হয় আপসানা বিবির সাথ । তাদের দু’টি সন্তানও রয়েছে। সম্প্রতি তার স্ত্রী অন্য এক যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি , মুস্তাফ আলী স্ত্রী আপসানা বিবির সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে অস্বীকার করে । এরপর মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় স্বামী মুস্তফ আলীর ঝুলন্ত দেহ। ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । মৃতের পরিবারের দাবি মুস্তুফা আলী আত্মঘাতী হয়নি, তার স্ত্রী আপসানা বিবি ও তার প্রেমিক খুন করেছে । এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত স্ত্রী আপসানা বিবিকে আটক করেছে। যুবকের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now