এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Islampore Bridge Alternative কেন বহরমপুর থেকে ডোমকল যেতে হবে ঘুরপথে ?

Published on: December 27, 2024
Islampore Bridge Alternative

Islampore Bridge Alternative শনিবার থেকে সোমবার টানা তিন দিন বন্ধ থাকবে ইসলামপুরে ভৈরব সেতু Bhairab Bridge সেতুর ভার বহন ক্ষমতা যাচাইয়ে তিনদিন পুরোপুরি ভৈরব সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। এই তিনদিন এই ব্রিজ বন্ধ থাকায় যাত্রী থেকে সাধারণ মানুষের পরিবহণে সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন রুটম্যাপ প্রকাশ করা হল প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার ডোমকলে সাংবাদিক বৈঠকে একথা জানালেন এসডিপিও শুভম বাজাজ Shubham BajajSDPO (Domkal) জানান, ২৮ ডিসেম্বর সকাল ৬ টা থেকে  থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬ টা অবধি ৭২ ঘন্টা ইসলামপুর ব্রিজ বন্ধ থাকবে। ঘুরপথে যাতায়াত কোর্টে হবে। মোড়ে মোড়ে ২৪ ঘন্টা পুলিশ থাকবে।  তিনি জানান, ব্রিজের উপর দিয়ে মানুষ হেঁটে যেতে পারবেন। ইসলামপুর থেকে  বাস নেতাজী মোড় অবধি যেতে পারবে। তারপর আর বাস চলবে না।

Islampore Bridge Alternative বন্ধ তাই বিকল্প রুট কী ?

Islampore Bridge Alternative ডোমকল থেকে বহরমপুরের দিকে আসা গাড়ির জন্য ডোমকল পুরানো বিডিও অফিস মোড়ে ডাইভারশন থাকবে। গাড়ি ভাতশালা হয়ে গাবতলা মোড় যাবে। গাবতলা মোড় থেকে ছোটগাড়ি ভগীরথপুর বাজার পার করে ফতেপুর ঘাট হয়ে আমতলা হরিহরপাড়া সড়ক ধরবে। গাবতলা মোড় থেকে  ভাড়ি গাড়ির জন্য অন্য রুট করা হয়েছে।

ভাড়ি গাড়ি কুশাবেড়িয়া, জিৎপুর বাজার , গঙ্গাধারী ব্রিজ হয়ে আমতলা হরিহরপাড়া রাস্তা ধরবে। এই রাস্তা ভাড়ি গাড়ির জন্য ওয়ান ওয়ে। ডোমকল গামী ভাড়ি গাড়ি  ভাকুড়ী মোড় থেকে হরিহরপাড়া  আমতলা রাস্তা ধরে, গঙ্গাধারী ব্রিজ ধরে করিমপুর- জলঙ্গী রাজ্য সড়ক ধরে ধরে জলঙ্গী হয়ে ডোমকলে ঢুকবে।    ছোট গাড়ি কুশাবেড়িয়া হয়ে বা ফতেপুর ঘাট হয়ে আসতে পারবে।

Islampore Bridge Alternative বেশ কিছুদিন আগে ইসলামপুর সেতুর কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছিল। তা রক্ষনাবেক্ষনও করা হয়। তবে এবার এই ব্রিজের লোড টেস্ট হতে চলেছে। কয়েক দিন মানুষের যাতায়াতের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে রাস্তার বিভিন্ন যায়গায় পর্যান্ত পুলিশ কর্মী থাকবেন বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now