Islampore Accident চার চাকা গাড়ির সাথে বিএসএফ জওয়ানদের (BSF Army) মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের। রবিবার বিকেলে ইসলামপুর (Islampore) থানার তেনাচুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এদিন নাজিরপুরের দিক থেকে ইসলামপুরে চারচাকা গাড়ি চালিয়ে আসছিলেন বাকিবিল্লাহ। অন্যদিকে বহরমপুর দিক থেকে একটি বিএসএফ জওয়ানদের গাড়ি আসছিল। পথে তেনাচুরা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ (Road Accident) ঘটে।
চার চাকা গাড়িটি রাস্তার পাশে নয়ানজলিতে পরে যায়। গাড়িতেই আটকে পরে চালক। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বাকিবিল্লাহকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুরসালিম তিনি জানান, “চায়ের দোকানে বসেছিলাম দেখলাম দেখলাম একটি চারচাকা আর বিএসএফ-এর সামনাসামনি ধাক্কা লাগে। দিয়ে পাশেই দুই গাড়ি নয়নজলিতে ঢুকে যায়”।
দুর্ঘত্নায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে। কীভাবে দুর্ঘটনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।