সিভিক ভলান্টিয়ারের পর ডোমকলে গ্রেপ্তার INTTUC নেতা
নিজস্ব প্রতিবেদনঃ ডোমকলে (Domkol) ব্যবসায়ীকে অপহরণ কান্ডে এবার গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক সংগঠনের (INTTUC) নেতা। ধৃত সালাউদ্দিন শেখ ডোমকল ব্লকের INTTUC সহকারী সভাপতি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে ডোমকলের বাজিতপুর শেখপাড়া এলাকার বাসিন্দা লালচাঁদ সেখকে বাড়ি থেকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায়। যে গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ। অভিযোগ, সেই সময় দুষ্কৃতী দলে ছিল এক সিভিক ভলান্টিয়ারও। পুলিশের অভিযোগের পরই গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ার সহ আট জনকে। উদ্ধার করা হয় অপহৃতকে। বাজেয়াপ্ত করা হয় তিনটি গাড়ি। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ডোমকল থানার পুলিশ ডোমকলের কালুপুর থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সালাউদ্দিন শেখকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তিই এই অপহরণ কাণ্ডে অন্যতম মাস্টার মাইন্ড। শুক্রবার ধৃতকে বহরমপুর সিজেএম কোর্টে পাঠায় পুলিশ।

Domkol INTTUC Arrest অপহরণের পরে পরিবারের লোকেরা জানিয়েছিলেন ওই সিভিক ভলান্টিয়ারের নাম। এই প্রসঙ্গে তাঁরা একটি পারিবারিক বিবাদের দিকেও আঙুল তুলেছিলেন। এবার সেখানে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এর পিছনে বড় কোনও মাথা রয়েছে। পুলিসের স্টিকার সাঁটা গাড়ি নিয়ে গিয়ে নিয়ে সিনেমার কায়দায় প্রকাশ্যে দোকান থেকে লালচাঁদকে অপহরণ করা হয়। সেসময় বাড়ির লোক জিজ্ঞাসা করলে তাঁদের লাঠি উচিয়ে থানায় দেখা করতে বলা হয়। তাঁরা থানায় গিয়ে জানতে পারেন সেই সময় ওই এলাকায় পুলিসের ডিউটি ছিল না। এরপর অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে বাক বিতন্ডা শুরু হয়। এই ঘটনায় বিজেপি, থেকে কংগ্রেস সরব হয়েছিলেন বিরোধীরা। পালটা তৃণমূল জানিয়েছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

তবে এই গ্রেপ্তারের বিষয়ে এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের কোনও বক্তব্য এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত পাওয়া যায়নি।









