International Literacy Day: আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বহরমপুরে স্কুল পড়ুয়াদের বিশেষ উদ্যোগ

Published By: Imagine Desk | Published On:

বিশেষভাবে সক্ষম শিশুরা দিল সাক্ষরতার অন্য বার্তা

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় একবার বলেছিলেন, দেশের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। এই জেলার উন্নতি দরকার। সেই অবস্থা থেকে ৭১ লক্ষ বাসিন্দার মুর্শিদাবাদ সামনে এগিয়েছে। এখন ডিজিটাল যুগ। এখন দরকার ডিজিটাল সাক্ষরতা। আজ, সোমবার, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল জেলাজুড়ে। এদিন বহরমপুরে কালেক্টরেট ক্লাব কমিউনিটি হলে হয় ‘প্রমোটিং লিটারেসি ইন দি ডিজিটাল এরা’ বিষয়ক অনুষ্ঠান। এটি এই বছরের থিম। বিভিন্ন স্কুল ও হোম থেকে পড়ুয়ারা এসেছিল এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আবৃত্তি, নৃত্যনাট্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা জনশিক্ষা প্রসার বিভাগ এর আয়োজন করে।

International Literacy Day উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ,অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ),  জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, জেলা ফিজিক্যাল এডুকেশন অফিসার, কর্মাধ্যক্ষ (শিক্ষা, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি) সহ বিশিষ্টরা।  বিশেষ আকর্ষণ ছিল, বিশেষভাবে সক্ষম শিশুরা সাক্ষরতার বার্তাকে মৌলিক অধিকার হিসেবে জনসমক্ষে তুলে ধরে। অনুষ্ঠানের একেবারে শেষে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত সাহা আজকের দিনের তাৎপর্যকে বিশেসভাবে ব্যাখ্যা করেন।

See also  জলঙ্গী সীমান্তে সংকটে মৎস্যজীবীরা