এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ইনসাফ যাত্রাতেও ব্লিড ব্লু ! সাগরদিঘিতে ইন্ডিয়ার জার্সি গায়ে হল পদযাত্রা

Published on: November 19, 2023

মধ্য়বঙ্গ নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন ইনসাফ যাত্রার ১৭তম দিনে সাগরদিঘিতে পদযাত্রা শুরু হল ডিওয়াইএফআই-এর। রবিবার সকালে সাগরদিঘি থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রায় পা মেলালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহারা। এদিন ডিওয়াইএফআই নেতা নেত্রী সকলেই গায়ের ছিল ভারতের ক্রিকেট জার্সি। সাগরদিঘি থেকে চন্দনবাটি পর্যন্ত হয় ডিওয়াইএফআই-এর ইনসাফ পদযাত্রা। চন্দনবাটিতে হয় সভাও। ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলার দেখার জন্য এদিন একবেলা ইনসাফ যাত্রা স্থগিত রাখা হয়েছে। এদিন রসুলপুরে একই সাথে বিশ্বকাপ ফাইনাল দেখবেন  নেতা কর্মীরা।

সাগরদিঘিতে ইন্ডিয়ার জার্সি গায়ে ডিওয়াইএফআই কর্মীরা

এদিন মীনাক্ষী মুখার্জী জানান, “এটা যুবদের খেলা। দেশের খেলা। গোটা দেশ এক মাঠে এসে দেশের জন্য খেলছে। সেখানে শামি আছে কুলদীপ আছে, বিরাটও আছে। আমরাও আজকে গোটা দেশও পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই বার্তা নিয়ে এসেছি, বড় মাঠে জীবন জীবিকা, কাজ নিয়ে জখন খেলাটা হবে সেখানে ওয়াজেদ যেমন থাকবে, বিকাশ ঝাঁ আছে ধ্রুব সাহাও থাকবে, মীনাক্ষী মুখার্জীও থাকবে।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now