Indigenous Toys হারিয়ে যাওয়া পুতুল তৈরি শিখছে মুর্শিদাবাদের পড়ুয়ারা

Published By: Imagine Desk | Published On:

Indigenous Toys পুতুল নেবে গো পুতুল ! গান মনে থাকলেও হারিয়ে গিয়েছে বাংলার অনেক পুতুল। সেই পুতুল শিল্প বাঁচাতে নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখাতে ১ মাস ব্যাপি একটি আর্ট ইন এডুকেশন কর্মশালার আয়োজন করেছে বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে। সেখানেই ছোট ছোট ক্ষুদেরা শিখছে দড়ি দিয়ে কীভাবে পুতুলের কাঠামো তৈরি করা যায়।

হারিয়ে যাওয়া পুতুল শিল্প নতুন ভাবে শিখতে পেরে খুশি ক্ষুদে পড়ুয়ারাও। আঁকা, নাচ-গানের পাশাপাশি বাচ্চাদের এইভাবে হারিয়ে যাওয়া পুতুল বানানোর প্রশিক্ষণ দিতে পেরে খুশি স্কুল কর্তৃপক্ষ।৯ই আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মশালা চলবে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত।