নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ টানটান উত্তেজনা মূলক ভারতীয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সমাপ্তি ঘটল গতকাল। রবিবার রাতে টানটান ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল। এবং এই উত্তেজনা পূর্ণ মুহূর্তে ঘটল একটি বিপত্তি। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন হঠাতই অসুস্থ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া বেলডাঙার ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া কলোনি এলাকায়। জানা গিয়েছে রবিবার নিজের বাড়িতে বসেই খেলা দেখছিলেন বছর ৬৮ সুকুমার ব্যানার্জি । পরিবারের দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হতেই ঘামতে শুরু করেন সুকুমার বাবু। এরপরই থাদে উঠে অসুস্থ হয়ে পরেন তিনি। পরিবারের লোকজন তাঁকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি উত্তেজক ম্যাচ দেখার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
মৃতের স্ত্রী, রুমা ঘোষ জানান, ‘রাতে বসে বসে খেলা দেখছিলেন। যখন ম্যাচ শেষের দিকে তখন হটাৎ ছাদে গিয়ে হাঁটতে শুরু করেন। নীচে নেমে এসে বলেন শরীরটা ভালো লাগছে না। এবং জল খাওয়ায়। এবং যখন খুব শরীর খারাপ করে সবাইকে ডাকলাম। কিন্তু সেই করতেই মাটিতে লুটিয়ে পরে। তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান, উনি আর নেয়।’ খেলা দেখতে দেখতে জীবনের শেষ খেলা দেখবেন এটা বুঝতে পারেননি সুকুমার ব্যানার্জি। ভারতের হার এবং পাশাপাশি জীবনের সমাপ্তি।