মোন্থার বৃষ্টিতে বহরমপুরে ভেস্তে গেল মুর্শিদাবাদের খেলা
নিজস্ব প্রতিবেদনঃ সাইক্লোন মোন্থার (Cyclone Montha) বৃষ্টির জন্যে ভেস্তে গেল আন্তঃজেলা টি২০ ক্রিকেট (Inter District T20 Cricket)। বহরমপুর স্টেডিয়ামে (Berhampore Stadium) শুক্রবার সকাল ৮ টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল মালদা ও নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলা। এদিন বেলা সাড়ে ৯ টার সময় স্টেডিয়ামে গিয়ে দেখা গেল মাঠ শুকনোর চেষ্টা চলছে। ভিজে গোটা মাঠ। স্পঞ্জ দিয়ে বিভিন্ন জায়গায় জল শুকনোর চেষ্টা। তার মধ্যেই রোদের দেখা মিলল। তাই বেলা ১২ টা ৪৫ মিনিটে মুর্শিদাবাদ ও মানভূমের (পুরুলিয়া) খেলা নিয়ে আশাবাদী হতে শোনা গেল সিএবির প্রতিনিধি জাইদুল হক, উপস্থিত বহরমপুর থানার পুলিস আধিকারিক ইন্দ্রনীল পালদের। গতকাল ভারতের মেয়েরা অস্ট্রেলিয়াকে বধ করে ক্রিকেটে বিশ্বকাপ (ICC Womens World Cup 2025) ফাইনালে (CWC2025) ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করলেন উপস্থিত খেলার সঙ্গে জড়িত কর্তা-ব্যক্তিরা।

Murshidabad Womens Cricket এদিন খেলা হবে না বুঝে মাঠ ছাড়ছিলেন মালদার খেলোয়াড় বাবর আলি, শুভাশিস ঘোষরা। তাঁরা জানালেন, একদিনের ক্রিকেটে মহিলা টিমের জয় তাঁদের অনুপ্রেরণা দেবে। এক ক্রিকেটার চিৎকার করে উঠলেন রবিবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Jagaddhatri Puja Kagram: বৃষ্টিকে তুড়ি, জগদ্ধাত্রী পুজোর নবমীতে মহাধুম কাগ্রামে
Murshidabad Womens Cricket জাইদুল হক বলছিলেন, মুর্শিদাবাদ জেলাতে তিন-চার বছর আগেও মেয়েদের জেলা টিম করতে হিমশিম খেতে হতো। এখন অনেকে এগিয়ে আসছে। বাংলার জুনিয়র টিমে খেলে এরকম ক্রিকেটারও এখানে রয়েছে। এদিন সকালে বহরমপুর স্টেশন রোডে বাজার করতে বেরিয়েছিলেন পেশায় পুলিসকর্মী প্রসেনজিত সরকার। তিনি বললেন, কাজে ব্যস্ততার জন্যে গতকাল খেলা দেখা হয়নি। স্কোর দেখেছেন। বিশ্বকাপ জিতলে মেয়েদের খেলাধুলোয় ভালো প্রভাব পড়বে। মহিলা ক্রিকেট টিমের খেলা আগে ভালো প্রচার পায়নি বলেও তিনি মনে করেন।
Murshidabad Womens Cricket মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মেয়েদের একাধিক টিমের প্রধান কোচ আব্দুল সালাম জানান, একদিনের ক্রিকেটে ভারতের ১৯৮৩ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ জয়, ক্রিকেট খেলার আগ্রহ দেশে অনেক বাড়িয়ে দেয়। একইভাবে মহিলাদের টিম বিশ্বকাপ জিতলে মেয়েদের ক্রিকেট খেলতে আরও আগ্রহ বাড়বে। আরও বেশি সংখ্যায় বাবা-মায়েরা মেয়েদের ক্রিকেট খেলতে পাঠাবেন। এই জেলা থেকে এখন বাংলার টিমে খেলছে এরকম ক্রিকেটার রয়েছে। জেলার মেয়েদের টিমের সিনিয়র ক্রিকেটার ও জুনিয়র টিমের প্রশিক্ষক রিয়া দাস জানান, পরপর তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ভালো লাগছে। এর ফলে মেয়েদের ক্রিকেট খেলতে আরও আগ্রহ বাড়তে পারে। জেলায় মেয়েদের টিমে খেলোয়াড় পেতে অসুবিধা হতো। এখনও পিছিয়ে। এখন তার থেকে কিছুটা বেড়েছে। এটা আরও সাহস জোগাবে। জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিত ভাদুড়িও এই জয়ের ফলে জেলায় মেয়েদের ক্রিকেট নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন।
Murshidabad Womens Cricket ফাইনালে ওঠার পর দৌড়ে আনন্দ উচ্ছ্বাসে খেলার মাঠে ঢুকে পড়া হরমনপ্রীত কৌরদের টিমের সদস্যদের ভিডিও এখন ভারতবাসীদের মোবাইলে-মোবাইলে ভাইরাল। ১২৭ বলে ১৩৪ রান করে নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার মাঝ রাতে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন জেমাইমা রডরিগেজ। তাঁর হৃদয় ভিজিয়ে দেওয়া বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড। অনুপ্রেরণা আগামীর। ভারত কন্যাদের। তাঁর উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন জেমাইমা। জগদ্ধাত্রী পুজোর নবমীর রাতে জেমাইমার লড়াই আগামী দিনে অনেককে পথ দেখাবে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য ছড়িয়ে পড়েছে। এই নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা। যেভাবে ৩৩৮ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে ভারতের মহিলা টিম। তাতে আগামী রবিবার দুপুরে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকেই ফেভারিট বলছেন অনেক ক্রিকেট বিশ্লেষকই। শুরু কাউন্টডাউন।









