Independence Day 2025 আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে দেশ থেকে রাজ্য, জেলা। স্বাধীনতা দিবস উপলক্ষে একদিকে বীর শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন, তারপর পতাকা উত্তোলন দিকে দিকে। বহরমপুর সার্কিট হাউসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। পতাকা উত্তোলনের পাশাপাশি কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুরে সার্কিট হাউসে। জেলা শাসককে গার্ড অফ অনার দেওয়া হয়।
Independence Day 2025 স্বাধীনতা দিবসের ৭৯ বছর পূর্তিতে মুর্শিদাবাদবাসীকে শুভেচ্ছা জেলা শাসকের। সমস্ত শিশুকে শিক্ষায় আঙ্গিনায় আনতে হবে। পুষ্টির জন্য মিডডে মিল, অঙ্গনওয়ারী প্রকল্প সুন্দর ভাবে রূপায়িত করতে হবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র। জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, ‘ সরকারি প্রকল্পের রুপায়ন যাতে হয় সকল স্তরের প্রশাসনিক আধিকারিককে এবং কর্মচারীদের দেখতে হবে। নারী সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা , সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক উন্নতিতে সবাইকে প্রশাসনিক সকল স্তরের সকলকে আরও সচেষ্ট হতে হবে। বিশ্বের দরবারে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আরও প্রতীজ্ঞাবদ্ধ হতে হবে। দেশকে আরও উন্নতি এবং প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করি।’
Independence Day 2025 জেলা শাসক ছাড়াও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে ক্যারাটে, রায়বেশে সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মকড্রিলের আয়োজন করা হয়।