Independence Day: স্বাধীনতা দিবসঃ অভিনব আয়োজন কচিদের স্কুলে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলেই করোনার সচেতনতার পাঠ দেওয়া হল কচিকাঁচাদের। রবিবার স্বাধীনতা দিবসের আগের দিন বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল নবগ্রামের আছড়া প্রাথমিক বিদ্যালয় । খাতার মধ্যে কেউ রং তুলি দিয়ে স্বাধীনতার পতাকা এঁকে দেখালো। কেউ কলম দিয়ে পতাকা আঁকলো। দেওয়ালের মধ্যে স্বাধীনতার পতাকা আঁকা হয়। কচি কথায় তারা স্বাধীনতার রঙে কল্পনা এঁকেছে এদিন। সেখানে একটি বিভাগ জানো কি ? তাতে প্রশ্নের আকারে করোনা কী ? কীভাবে করোনা থেকে সুস্থ হওয়া যায়? এসব প্রশ্ন উত্তর আকারে ছাত্র-ছাত্রীদের শেখানো হলো। দেওয়াল চিত্রে অংশ নিয়েছিলেন কচিকাঁচাদের বাবা-মায়েরাও । স্কুলের প্রধান শিক্ষক পুষ্পক পাল বলেন, করোনাতে দু’বছর বন্ধ ছিল। এবছর ফের ওই অনুষ্ঠান করা হলো। ক্লাসের মধ্যে বাচ্চারা পতাকা চেষ্টা করেছে। দেওয়াল চিত্র আঁকার ক্ষেত্রে অভিভাবিকারাও অংশ নিয়েছিল ।