Independence Day: স্বাধীনতা দিবসে কৃষ্ণজিৎ সেনগুপ্তের ‘নিহত আগুন’, স্বাধীন দেশের সেই সব মুখ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবসে প্রকাশিত হল শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের নতুন ছবির পুস্তিকা ‘নিহত আগুন’ । পিডিএফ সংস্করণে প্রকাশিত এই পুস্তিকা সাড়া ফেলেছে সোস্যাল মিডিয়াতেও । লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে এই দেশে। কিন্তু স্বাধীন দেশে শহীদ হয়েছেন যাঁরা, তাঁদের ছবি নিয়েই এই পুস্তিকা। বইতেই প্রকাশক লিখেছেন “ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে এই প্রকাশনা। এই পিডিএফ সংস্করণের কোন বিনিময় মূল্য নেই। শিল্পপ্রেমী বন্ধুরা এটি একে অপরকে পাঠাতে পারেন। তবে কেউ এই বই ছেপে কোনভাবেই বিক্রি করবেন না”।
নাট্যকার, অভিনেতা, পরিচালক কৌশিক চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এই বই। বইয়ের ভূমিকায় কৃষ্ণজিৎ লিখেছেনঃ “ মানবসমাজে শোষণ ও নিপীড়ন যতদিন থাকে ততদিনই থাকে স্বাধীনতারও আকাঙ্ক্ষা”। কিন্তু কেন এঁকেছেন ১৫ জনের ছবি ? উত্তরও বইতেই দিয়েছেন শিল্পী। কৃষ্ণজিৎ লিখছেন, “ দেশের মানুষ ও সমাজকে ভালোবেসে নিজস্ব বিশ্বাসের পথ চলতে গিয়ে এঁদের কেউ খুন হয়েছেন, কেউ বা আত্ম-হননে বাধ্য হয়েছেন । তাই আমার চোখে তাঁরা ‘নিহত আগুন’।” এই বইয়ে রয়েছে সরোজ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, জ্ঞানস্বরূপ সানন্দ , শংকর গুহনিয়োগী, সফদার হাশমি, বরুণ বিশ্বাস থেকে সত্যেন্দ্র দুবের ছবি। সাথে রয়েছে সংক্ষিপ্ত বিবরণও।