Independence Day: বাড়িতে জাতীয় পতাকা তুলুন, বহরমপুরে আবেদন পোস্টঅফিস কর্মীদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সকালের আলো ফুটেছে। তার কিছুক্ষণ আগে জাগতে শুরু করেছে বহরমপুরের বারাক স্কোয়ার । খবরের কাগজের স্টলে, চায়ের দোকান, বাজারে প্রতিদিনের মতো মানুষের জটলা। দুর থেকে শিক্ষার্থীদের গানের তালিম নেওয়ার সুর ভেসে আসছে। রাস্তায় গাড়ির ব্যস্ততা শুরু হয়েছে। মর্নিং ওয়ার্ক করছেন অনেকে। এমন সময় মিছিলে এগিয়ে আসতে শুরু করল জাতীয় পতাকা । সামনে দুই মহিলার হাতে ধরা একটি বড় ব্যানার । তাদের পিছনে জাতীয় পতাকা হাতে যুবক, বয়স্ক মানুষ। মুহুরমুহু স্লোগান উঠছে বন্দেমাতরম । স্বাধীনতার ৭৫ বছরে ‘হর ঘর তিরঙ্গা’-প্রতিটা ঘরে জাতীয় পতাকা । তারা প্রত্যেকে বহরমপুরের প্রধান পোস্ট অফিসের কর্মী । বাড়িতে ডাক-চিঠি পৌছে দেওয়া সংক্রান্ত বিভিন্ন কাজে তারা যুক্ত । এখন তারা ডাক দিচ্ছেন উদযাপন করুন স্বাধীনতা । সোমবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে মিছিল থেকে বাপ্পা প্রামানিক জানিয়েছেন, এবার আমাদের স্বাধীনতার ৭৫ বছর । সারা দেশ জুড়েই এই কর্মসূচি চলছে। ওই ব্যানারে লেখা ছিল ভারতের সবচেয়ে বড় উৎসবে সামিল হন। পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা কিনুন। সেলফি তুলে শেয়ার করুন। মিছিল ব্রিটিশ রাজত্বের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী বারাকস্কয়ার প্রদক্ষীন করে। উল্লেখ্য, এই বারাক স্কয়ার স্বাধীনতার জন্যে সংগ্রামের একটি মাইল ফলক। ঐতিহাসিকরা বলেন, সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল এখান থেকে। খেলার মাঠের ঘাসের নীচে শোনা যাবে ক্যান্টনমেন্টর কথা।