Income Tax Rules: নতুন বাজেটে আয়কর কাঠামোয় আমুল পরিবর্তন

Published By: Imagine Desk | Published On:

Income Tax Rules আয়কর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হল ৭৫ হাজার টাকা। এছাড়া এমন কিছু পরিবর্তন করা হল যাতে, নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা। নতুন আয়কর কাঠামোয়। কত ইনকাম হলে কত টাকা আয়কর দিতে হবে।

সেই বিষয়ে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি জানান, ‘নতুন ট্যাক্সের নিয়ম অনুযায়ী, ট্যাক্সের কাঠামো নতুন করে তৈরি করা হয়েছে। শুন্য থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনরকমের ট্যাক্স লাগবে না। ৩ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত ৫%। ৭ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১০ লক্ষ থেকে ১২ লক্ষ পর্যন্ত ১৫%। ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ২০% এবং ১৫ লক্ষের ওপর হলে ৩০% ট্যাক্স। এই নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ করতে পারবেন করদাতারা’।