নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ এবার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সামসেরগঞ্জের বাড়ি, অফিসে হানা দিল আয়কর দপ্তর। বুধবার সাত সকালে বাইরন বিশ্বাসের অফিস, বাড়ি, হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে হানা দয়েছে আয়কর দপ্তর।
সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস। জিতেই যোগ দেন তৃণমূলে। এবার সাগরদিঘির বিধায়কের সামশেরগঞ্জের বাড়ি, একাধিক প্রতিষ্ঠানে একযোগে হানা দিল আয়কর দপ্তর। প্রতিষ্ঠানগুলির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে চলছে তল্লাশি , জিজ্ঞাসাবাদ। রঘুনাথগঞ্জে বাইরন বিশ্বাসের স্কুলেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা।
২৭ ফেব্রুয়ারি হয় সাগরদিঘি আসনে উপনির্বাচন। সেই ভোটের ফল ঘোষণা হয় ২ মার্চ। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভোটে জেতেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বামফ্রন্টও সমর্থন করেছিল বাইরনকে। যদিও ভোটে জিতে দলে থাকেন নি বাইরন। ২৯ মে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। বাইরনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক।