নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে একগুচ্ছ কর্মসূচী আয়োজিত হল শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের তরফ থেকে। রবিবার সকাল থেকেই বহরমপুরে শক্তি মন্দির ক্লাব ময়দানে চলে অঙ্কন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। অঙ্কন প্রতিযোগিতায় শিশুদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন। অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি অভিভাবকেরাও।
কোথাও ক্ষুদেরা আঁকছে স্যান্টা ক্লজ তো কোথাও সাধারণ পট্রেট। এই বছর ১৩তম বর্ষে পা রাখল শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব। প্রতি বছরই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এই অনুষ্ঠান করে থাকেন শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের সদস্যরা। এইবার মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণ করতেই এই উদ্যোগ বলে জানান সূর্য সেন ফ্যান ক্লাবের সম্পাদক আব্দুল সেখ। দিন ভর ধরে চলেছে নানান অনুষ্ঠান। এদিন সকাল থেকেই অনুষ্ঠানে উৎসবের মেজাজে অংশ নেন ছাত্র ছাত্রীরা।