Impact of Climate Change বর্তমান বিশ্বে জ্বলন্ত সমস্যা জলবায়ু পরিবর্তন। যার প্রভাবে আমাদের পরিচিত আবহাওয়ার রূপ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। ফলে কোথাও অসময়ে খরা, কোথাও অতিবৃষ্টি। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি গ্রীষ্মে দাবদাহের দেখা মিলছে। কখনো বায়ুদূষণ, কখনো তীব্র তাপপ্রবাহ, আবার কখনো বন্যা, কখনো আবার সঙ্গী ভূমিধস, ঘুর্নিঝড়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায়ই বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। আর তা সরাসরি প্রভাব ফেলে পড়ুয়াদের স্কুলজীবনে। পড়ুয়াদের উপর আবহাওয়ার পরিবর্তনের প্রভাব নিয়ে সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য!
Impact of Climate Change কী সেই তথ্য?
Impact of Climate Change ২০২৪-এর ভারতবর্ষ দেখেছে তীব্র গরম। শুধুমাত্র তীব্র তাপপ্রবাহের জেরেই ২০২৪ সালে ভারতে সাড়ে পাঁচ কোটি পড়ুয়ার পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। পাক প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক- এই তালিকায় রয়েছে সব স্তরের পড়ুয়াই। বিশ্বজুড়ে জয়বায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপন্ন জীবন। জলবায়ুর বদলে কি বিপন্ন হচ্ছে শিক্ষা? প্রশ্ন তুলে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের রিপোর্ট।
Impact of Climate Change উব্দিগ্ন শিক্ষকরাও। শিক্ষকরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং, প্রচণ্ড তাপ। তাপের ফলে সরকার স্কুল ছুটি দিতে বাধ্য হয়। ফলে যে স্কুলটা সাত দিন থেকে পনেরো দিন ছুটি থাকার কথা, ছুটি দেড় মাস, দু মাস হয়ে যাচ্ছে। স্কুলে আসতে পারছেনা ছাত্র, ছাত্রীরা। অসম্ভব বৃষ্টি হচ্ছে। অসম্ভব ঠাণ্ডা পড়ছে। আগে আমরা যখন ছোট ছিলাম, ক্লাইমেটের যে প্যারীটি ছিল, সেই সমতা তো নেই, যেটা হচ্ছে সেটা চরম। চরম গরম, চরম ঠাণ্ডা, চরম ঝড়, চরম বৃষ্টি। এর ফলে প্রতিটি মানুষের জীবন প্রভাবিত। পড়ুয়াদের স্বাস্থ্য, পড়াশোনার ওপরেও প্রভাব ফেলছে।
Impact of Climate Change ভারতের কী অবস্থান?
Impact of Climate Change দীর্ঘসময় স্কুল বন্ধে পড়াশোনার গণ্ডি থেকে ছিটকে যাচ্ছে পড়ুয়ারা। উঠে আসছে রিপোর্টে। চিলড্রেন ক্লাইমেট রিস্ক ইন্ডেস্ক তালিকায় ১৬৩ টি দেশের তালিকায় ২৬ তম স্থানে রয়েছে ভারত। যা অত্যন্ত আশঙ্কাজনক। ক্ষতির মুখে শিশুর শরীর, মন।
Impact of Climate Change শুধু ভারত নয়। ২০২৪ সালে তীব্র জলবায়ু পরিস্থিতি, যেমন তাপপ্রবাহ, উষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড়, ঝড়, বন্যা এবং খরা, এর ফলে কমপক্ষে ৮৫টি দেশে প্রায় ২৪ কোটি শিক্ষার্থীর স্কুলে যাওয়া ব্যাহত হয়েছে। ইউনিসেফের UNICEF একটি নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এটি ইতিমধ্যেই বিদ্যমান শিক্ষা সংকটকে আরও তীব্র করে তুলেছে।
Impact of Climate Change সারা দেশের সাথে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলাও আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার। এই মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা নদী ভাঙন, বন্যা। বসত ভিটা ডুবে গেলে, গঙ্গা বক্ষে তলিয়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠে আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি যখন এমন হয়ে দাঁড়ায় তখন শিক্ষার্থীদের মানসিক অবস্থা গিয়ে ঠেকবে কোথায়? শুধু তাই নয়, বন্যাদুর্গত দরিদ্র পরিবারের অনেক শিশুরই হয়ত আর ফেরা হয় না স্কুলে। আবার নদী ভাঙনের কবলে বসত ভিটা হারিয়ে অনেক শিশুর পরিবারই জলবায়ু শরণার্থী হিসেবে পাড়ি জমায় অন্য ঠিকানায়। আর এসবের ফলে দেখা যায় বাল্য বিবাহ ও শিশুশ্রমের মতো ঘটনাও।
Impact of Climate Change বহরমপুর শহরের বিশিষ্ট শিক্ষক ডঃ জয়ন্ত দত্ত বলেন, ” শীতকালে, বর্ষাকালে জ্বর, অসুস্থ হয় পড়ুয়ারা। ঠিক মতো স্কুলে আসতে পারে না। ক্লাইমেটের র্যাপিড চেঞ্জ এটা প্রতিটি হিউম্যান বডির সাংঘাতিক ক্ষতি করছে। পড়াশোনারও ক্ষতি হচ্ছে, সুস্থ থাকছে না। পড়াশোনা করছে না।”
Impact of Climate Change সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ- কয়েক বছর ধরেই জলবায়ু পরিবর্তনের আন্দোলনের মুখ। এভাবেই আন্দোলন চলছে বিশ্বে, দেশে, রাজ্য থেকে জেলায়।
Impact of Climate Change এই ক্ষতি এড়াতে হলে কী করতে হবে ? কী উঠে আসছে আলোচনায় ?
Impact of Climate Change জরুরি অরণ্য সৃজন। জীবাশ্ম জ্বালানি জ্বালানো বন্ধ করে সৌর শক্তি বা বিকল্প শক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্রকে সঠিক নীতিগ্রহণ করতে হবে। সাধারন মানুষ এবং ছাত্র ছাত্রীদেরও সচেতন হতে হবে।
Impact of Climate Change চুঁয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিল্পী সেন বলেন, ” কোথাও বৃষ্টি, কোথাও বন্যা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যাদের বাড়ি ঘর ভেসে যাচ্ছে তারা এসে স্কুলে স্থান নিচ্ছেন। কোথাও আবার খরা, ফসল ফলছে না। অর্থনীতির উপর আঘাত এলে পড়ুয়াদের পড়াশোনার উপরেও আঘাত আসবে। পড়ুয়ারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।”
Impact of Climate Change পরিবেশের সংকটে প্রশ্নের মুখে শিশুদের বেড়ে ওঠা, সুরক্ষা, শিক্ষার অধিকার। প্রতিদিন তাই বাড়ছে উদ্বেগ। সময় এসেছে এগিয়ে আসার। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ , সুন্দর পৃথিবী উপহার দেওয়ার।